
সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা কার্তিকের দোকান হয়ে নলুয়া হাঙরমুখ -তালতল সড়কের উন্নয়ন কাজের তদারকি করতে পরিদর্শন করেন এলজিইডি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ।
গতকাল ১২ এপ্রিল শুক্রবার এই সড়ক পরিদর্শনে গিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম, সমস্যা এবং কাজের সঠিক তদারকি করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে,জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলমগীর আবুল কালাম, মোদ্দাসির বিন ঈসমাইল, মানবতার মুক্তি ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জনসাধারণ।
পড়েছেনঃ ৭৬