
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফসলি জমির মাটি কেটে চাষাবাদের অনুপযোগী করছে একাধিক ইটভাটা।
শনিবার সাতকানিয়া কলেজ রোড সংলগ্ন এইচ বি এম ইটাভাটায় ফসলি জমির মাটি কাটার সংবাদ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার।
এসময় ইটভাটার ম্যানেজার মোহন দে কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, ফসলি জমির মাটি কেটে জমির শ্রেণীর পরিবর্তন করে ফেলায় মাটি কাটা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়েছেনঃ ১৪৭