
চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার হল টুয়েন্টি ফোর কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। দরসে কুরআন পেশ করেন জামায়াতে ইসলামী চন্দনাইশ সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন।
চন্দনাইশ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. হাসান শহীদের সঞ্চালনায় কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হাসিমপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন, সহকারী সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজ, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, চন্দনাইশ পৌরসভার আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, কাঞ্চনাবাদ ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মোজাফফর আহমদ জাফর, মাওলানা ইদ্রিস বেলালী।
আরও উপস্থিত ও বক্তব্য রাখেন জামায়াত নেতা ব্যাংকার ওসমান গনি, হাসিমপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী মো. আবু মুসা, হাসিমপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণের সভাপতি মো. সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার নুরুল কাদের, জামায়াত নেতা ব্যাংকার নুরুল আলম, জামায়াত নেতা আমিনুল ইসলাম শিপু,দোহাজারী ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি জমির আদনান প্রমুখ।