
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিঠার দোকান নামক স্থানে ২৮ মে মঙ্গলবার দুপুরে মাত্র ১৭ টাকা বকেয়ার জন্যে মাহামুদুল হক (৩৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে নিহত করে। সে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আজিমপুর এলাকার বদিউল আলমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই জিয়াবুল হক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের বড় ভাই এনামুল হক জানান, আমার ভাই এলাকায় একটি মাছের ফিড মিলে কাজ করতো। গত ২৬ মে সে মিলের পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে ১৭ টাকা বাকি করে, সেই পাওয়ানার জন্য চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে কিশোর গ্যাং সদস্য রায়হান ২৩ ধারালো ছুরি নিয়ে আমার ভাইকে মারতে আসে।
তিনি আরও বলেন, আজ দুপুরে আবারও স্থানীয় রাজামিয়ার ছেলে সোহাগ, সোলমানের ছেলে সাইফুল, আনিসের ছেলে তাসিফ, আমার ভাইকে লোহার লট ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ছুরিকাঘাতে আমার ভাই মাহমুদুল হককে খুন করে। আমার আরেক ভাইকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান