আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু আগামীকাল শনিবার

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই মেলায় দেশীয় উদ্যোক্তারা ছাড়াও ইরান, ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তানের উদ্যোক্তারা অংশ নিচ্ছে।

 

এসএমই এক্সপো উপলক্ষ্যে আজ ১৯ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিটাগাং উইমেন চেম্বারের সহ-সভাপতি আবিদা মোস্তফা লিখিত বক্তব্যে জানান, মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইম্যান জোন, ফুড কোর্ট, স্টাট-আপদের জন্য আলাদা জোন থাকবে।

 

মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন। এ ছাড়া এক্সপো আয়োজনে সহযোগিতা দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট। এসএমই এক্সপো’র প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা।

 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে ২০০২ সাল থেকে পরপর পাঁচ বছর বাওয়া স্কুল মাঠে উইম্যন চেম্বারের উদ্যোগে মাসব্যাপী উই ঈদবাজার আয়োজন করা হয়। এরপর ১৩ বছর ধরে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো আয়োজন করে আসছি। এ মেলা দেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের আয়োজিত সর্ববৃহৎ মেলায় রূপলাভ করেছে।

চিটাগাং উইম্যান চেম্বারের সভাপতি সভাপতি মনোয়ারা হাকিম আলী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উইম্যান চেম্বারের সহ-সভাপতি নিশাত ইমরান, শামিম মোরশেদ, সীমা খাতুন, পরিচালক রুহী মোস্তফা, বেবি হাসান, লুদমিলা ফরিদ, সদস্য চৌধুরী জুবাইরা সাকি, রেখা আলম চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ