
দেশচিন্তা ডেস্ক : সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের ৪৮ জনকে শপথ পাঠ করান। পরে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করানো হয়।
চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তিনি। এবারসহ তিনবার সংসদ সদস্য হলেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুণ একদিকে ভাষা সৈনিক অন্যদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামের রাউজানে তাঁর বাবার বাড়ি, দক্ষিণে শ্বশুরবাড়ি।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তিনি। রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন তিনি। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক।
প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।