
এস এম জাকারিয়া, মিরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রাম মীরসরাই উপজেলা প্রশাসন ও জোরারগঞ্জ থানার যৌথ অভিযানে ৫ টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার ও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত তক্ষক করেরহাট রিজার্ভ ফরেস্ট এলাকায় অবমুক্ত করা হয়।
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীনে পরিচালিত ও-ই অভিযানে আটক অভিযুক্ত মাসুদ (৩৫) কে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যেকোন মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী বন সংরক্ষক হারুন উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১৩৯