আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কোন ভাই বুঝি না, সকল ধরনের অপকর্ম মুছতে চাই -মোতালেব

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, আমি কোন বড় ভাই, ছোট ভাই বুঝি না। সকল ধরনের অপকর্ম মুছে দিতে চাই। আমার সংসদীয় এলাকায় এক সময় এমপি’র সরকারি বরাদ্দ কত ছিল, তা সাধারণের জানার সুযোগ ছিল না।

 

আমার সকল কর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়নের লক্ষে আগামীতে এমপি’র জন্য সরকারি বরাদ্দ কত তা ওপেন করে দেওয়া হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভায় এসব কথা বলেন।

নিজের হাতে সময় কম উল্লেখ করে এমপি মোতালেব বলেন, একশ’ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। অতীতের সকল কাজ অগোছালো ছিল। আমি নিয়ম মানি। কাঁদা ছোড়াছুড়ি করি না। সমালোচনা ও প্রতিশোধ পরায়ণতার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লাগিয়ে আমার নির্বাচনি ইশতেহারে জনগণের নিকট দেওয়া ওয়াদা পূরণ করে সাতকানিয়া-লোহাগাড়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কাজের স্বাধীনতা দিলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও ছিনতাই সাতকানিয়া থেকে নির্মুল করা হবে। অতীতে আমার এসব কাজের অভিজ্ঞতা রয়েছে। মনে রাখবেন, সাধারণ মানুষের জন্য সাতকানিয়া থানা ভীতির নয়, সেবা দেওয়ার জায়গা।

 

সাধারণ সভায় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা এবং আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে মো. আবু ছালেহ, মো. সেলিম, মোজাম্মেল হক চৌধুরী, মোর্শেদুল আলম চৌধুরী, আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, তাপস কান্তি দত্ত, ওচমান আলী, রমজান আলী, নাছির উদ্দিন টিপু, মো. জসিম উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ