
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রচারণার সময়ে নৌকার সমর্থকদের হামলায় ৩ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত হয়েছে। পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন গৌরগোবিন্দ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ০৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধার দিকে স্বতন্ত্র প্রার্থীর উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন গৌরগোবিন্দ আশ্রম এলাকায় প্রচারণার সময়ে এ হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী ২ জনকে ছুরিকাঘাত ও অপরজনকে গুরুতর আহত করে।
আহতরা হলেন- বিক্রমজিৎ মিত্র (৪০) রনি মিত্র (৩০) এছাড়া ঝুলন দত্ত (৪৮) নামে আরেক ঈগল সমর্থককে পিটিয়ে আহত করে দুবৃক্তরা পালিয়ে যায়। আহতদের কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মৃদুল কান্তি নন্দী।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলার দায়ের প্রস্তুতি চলছে।