
সাতকানিয়া সংবাদদাতা:
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবাসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছে থাকা ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের কেওচিয়া ইউনিয়নের তেমুহিনী এলাকার নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স এর এলপিজি গ্যাস পাম্পের সামনের এলাকা থেকে বাসের দুই যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বরিশাল জেলার বরগুনা থানার দক্ষিণ ঝারাখালীর ৯নং ওয়ার্ডের সেকান্দর হাওলাদর বাড়ির মজিবুর রহমানের ছেলে মো. আল আমিন (২৫) ও পিরোজপুর জেলা সদরের মক্তারকাঠি এলাকার হায়দার শেখের ছেলে সুমন শেখ (২৪)। সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন নামক গাড়ী থেকে ১৫০০ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পড়েছেনঃ ৩৩১