
সাতকানিয়া সংবাদদাতা
বুধবার (২৩জুন) চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ওবাইদিয়া সড়কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মোঃ শামীম(২১) তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার বালিকাড়া এলাকার আব্দু মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, চালকের ডান পাশের দরজার প্যানেলের পাশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় বুলেরো মডেলের একটি পিকআপ গাড়ি ও জব্দ করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়েছেনঃ ৭৪০