
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামে ছোট বোনের জন্মদিনে বিষাক্ত মদপানে দুই কলেজ ছাত্র মারা গেছেন। নিহতরা হলেন, বনগ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাসের ছেলে আকাশ সাহা (১৮)। তারা বন্ধু ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বনগ্রামের সুবাসের ছোট মেয়ে ও আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু অন্য রুমে একসাথে ঘুমাতে যায়। নিজ রুমে রাতে উভয়ই বিষাক্ত মদ পান করলে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকা স্টামফোর্ড কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শুভ অসুস্থ হয়ে পরে। সকালে ওই রুম থেকে মদের বোতল পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। অসুস্থ আকাশকে রাতেই পাবনা সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে শুভ সাহাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাত ২ টার দিকে পাবনার বেড়া নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।
আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনা জানার পর বিস্তারিত জানাবো।