আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

নারায়ণগঞ্জের রুপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। ১৩ মার্চ শুক্রবার সকালে ও বিকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন ফজলুল হক। শুক্রবার বিকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। গাড়ি রুপগঞ্জের নলপাথর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল হকের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।

অপরদিকে সকালে রুপগঞ্জের ইছারমাথা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানভীর (১৬) নিহত হন। শুক্রবার সকাল ১০টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ