
ঢাকার কেরানীগঞ্জে দুই ডাকাতের ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও কিছু লাঠি উদ্ধার করেছে। ৬ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চিতাখোলা এলাকায় চুনকুটিয়া-বাঘৈর গৈস্তা সড়কের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান,এলাকাবাসীদের মাধ্যমে তারা জানতে পারেন যে শুভাঢ্যা চিতাখোলা এলাকায় চুনকুটিয়া-বাঘৈর গৈস্তা সড়কের পাশে দুই দল ডাকাতের মধ্যে গুলিবিনিময় হচ্ছে। খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ সেখানে যান এবং তারাও কিছু ফাঁকা গুলিবর্ষণ করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে গিয়ে তারা দেখতে পান যে এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে আছে।