আজ : মঙ্গলবার ║ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা শাবান, ১৪৪৭ হিজরি

আগামীর মানবিক বাংলাদেশ গড়তে সমাজের যুবকদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে- জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: প্রধান অতিথি জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামীর মানবিক বাংলাদেশ গড়তে সমাজের যুবকদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে। আমিলাইষের যুবকদের শীতবস্ত্র বিতরণসহ নানামূখী কাজ করে জনসম্পৃক্ত থেকে ইসলামী আদর্শে ধারণ করতে হবে। যুবকদেরকে বেশি বেশি  দ্বীনের কাজ করতে হবে। ইসলামী হুকুমমত কায়েমে যুবকদের ভূমিকা অপরিসীম। আগামী সংসদ নির্বাচনে  তিনি আমিলাইষ যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসবকথা বলেন।

১৯ জানুয়ারী বিকাল ০৩ টায় সরওয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান।
আমিলাইষ যুব উন্নয়ন সোসাইটির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসাইন এবং সাংবাদিক ইমরান সোহেলের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আমিলাইষ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, সাবেক আমীর মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি মাওলানা সাইয়েদ হাসান, পেশাজীবি পরিষদের সভাপতি ডা. মুহাম্মদ আয়ূব, সহ-সভাপতি এসএম কামরুজ্জামান, আইবিডাব্লিউএফ নেতা আলী নেওয়াজ চৌধুরী ইরান, আমিলাইষ ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি কাজী ইসহাক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ নাইম উদ্দিন,  আমিলাইষ যুব উন্নয়ন সোসাইটির সেক্রেটারি ও সেক্রেটারি রহমতুল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আমীর হোসেন, ১ নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ শওকত, ৮ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আরিফ, মুহাম্মদ কাইয়ূম প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ