আজ : সোমবার ║ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

পাহাড়তলী গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নীয়া মাদরাসায় সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম পাহাড়তলী সিডিএ মার্কেট গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নীয়া দাখিল মাদরাসা কর্তৃক নতুন বছরের ছাত্রদের সবক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসার সুপার মাওলানা হাফেজ আব্দুল হালিমের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ রবিউল হোসাইন রানার পরিচালনায় ১৮ জানুয়ারী(রবিবার) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আনোয়ারুল হক সাহেব।

প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা সাহেব। প্রধান মেহমান ও ছাত্রদের কে সবক প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর আল্লামা লিয়াকত আলী কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন। মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা সহ সুপার মাওলানা শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম কাদেরী, আলহাজ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আমানী, মাওলানা আসসাউল হক সিফাত কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ তারেক হোসেন, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাষ্টার রাকিব সিকদার, এস এম আনিসুল ইসলাম, ইয়াসমিন আকতার, নুসরাত জেবিন, উম্মে সালমা, উম্মে কুলসুম, সাবিনা ইয়াসমিন, আব্দুর রশিদ প্রমূখ। সবশেষে মিলাদ কিয়াম আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ