আজ : বুধবার ║ ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

দেশচিন্তা ডেস্ক: থাইল্যান্ডে চলন্ত ট্রেনের বগির উপরে একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিশ্চিত করেছে, ২২ জন মারা গেছেন, এবং ৭৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা এখনও ট্রেনের বগি থেকে মৃতদেহগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রেনের আসন পরিকল্পনা অনুসারে, ট্রেনে ১৯৫ জন যাত্রী এবং কর্মী ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ