দেশচিন্তা ডেস্ক: থাইল্যান্ডে চলন্ত ট্রেনের বগির উপরে একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিশ্চিত করেছে, ২২ জন মারা গেছেন, এবং ৭৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা এখনও ট্রেনের বগি থেকে মৃতদেহগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রেনের আসন পরিকল্পনা অনুসারে, ট্রেনে ১৯৫ জন যাত্রী এবং কর্মী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.