
দেশচিন্তা ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদার) জনাব লুৎফে সিদ্দিকী আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস পরিদর্শন করেছেন। এসময় তিনি শিক্ষকবৃন্দসহ পুরো ইনস্টিটিউট ঘুরে দেখেন। এরপর দুপুর দেড়টায় মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় “Opportunities beyond the comfort zone: Bangladesh from a global perspective” শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন জনাব লুৎফে সিদ্দিকী।
বক্তব্যে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদার) জনাব লুৎফে সিদ্দিকী বাংলাদেশের সমুদ্র অর্থনীতির নানা বিষয় বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যর্থতা রয়েছে সেখান কিভাবে উত্তরণ ঘটিয়ে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য উৎপাদনশীলতা বাড়াতে হবে। আমাদের সুনীল অর্থনীতি, বন্দরসহ নানা সম্ভবনাময় খাত রয়েছে, যেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নতি ঘটানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মাইন্ড সেট হওয়া উচিত বিজ্ঞানভিত্তিক গবেষণা।
এসময় আমলাতান্ত্রিক নানা জটিলতার কথা তুলে ধরেন লুৎফে সিদ্দিকী। মন্ত্রণালয়ে চিঠি আদান-প্রদানে দীর্ঘসূত্রিতা রয়ে গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক দিক বিবেচনায় অন্যতম সম্পদ হলো বঙ্গোপসাগর। এটাকে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে দেখা যায়। এগুলোর সঠিক ব্যবহারের জন্য দরকার যথাযথ পরিকল্পনা। এজন্য প্রশাসনের সংস্কার জরুরি। এক্ষেত্রে সকলের সহযোগিতা লাগবে। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন মেরিন সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষক ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। মতবিনিময় সভা শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মেরিন সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব মো. মাহমুদুল হোসাইন খান, চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদার) জনাব লুৎফে সিদ্দিকীকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
















