আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রজব, ১৪৪৭ হিজরি

চবির আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে চবি প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। তাই আসন্ন ভর্তি পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, আপনাদের সহায়তায় প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। এবারও আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতায় সফলভাবে ভর্তি পরীক্ষা শেষ হবে। এসময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।

চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, চবি রেজিস্ট্রার, সহকারী প্রক্টরবৃন্দ, চবি ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, চাকসুর ভিপি, জিএস ও এজিএস, সিএমপি কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ, র‌্যাব-৭ এর প্রতিনিধি, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার ও পিবিআই চট্টগ্রাম এর প্রতিনিধি, হাটহাজারী সার্কেল, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলে চবির আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে তাদের বিজ্ঞ মতামত ও পরামর্শ প্রদান করেন এবং এ বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ