আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রজব, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মলিয়াইশ স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লিটন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হোসেন চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, বিএনপি নেতা নুরউদ্দিন সেলিম, যুবদলের সদস্য সচিব কামরুল হাসান বাপ্পি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানাসহ মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জামাতের ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুর রহমান।

প্রসঙ্গ: গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে মিরসরাই উপজেলা বিএনপিতে শোকের ছায়া নেমে আসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ