আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রজব, ১৪৪৭ হিজরি

বান্দরবানে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ব্যবসায়ী।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিম্বুক সড়কের বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা মো. হোসেন এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে চিম্বুকের দিকে যাচ্ছিল তিন কাঁচামাল ব্যবসায়ী। যাওয়ার পথে গাড়িটি বারমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় কাঁচামাল ব্যবসায়ী সাগর এবং আহত হয় আরো একজন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ বলেন, চিম্বুক সড়কে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ