আজ : বুধবার ║ ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রজব, ১৪৪৭ হিজরি

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে সিপিবি, চট্টগ্রাম জেলার স্মরণসভা

দেশচিন্তা ডেস্ক: উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে আজ ৩১ ডিসেম্বর, ২০২৫, বুধবার, বিকাল ৫ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে হাজারী গলিস্থ পার্টি কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন — সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চোধুরী প্রমুখ।

সিপিবি নেতারা প্রয়াত মণি সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অবিভক্ত ভারত থেকে পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের পুরোধা ছিলেন কমরেড মণি সিংহ। তিনি বৃটিশবিরোধী ও টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলিনে।

কমরেড মণি সিংহ ছিলেন সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। আমৃত্যু তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর আত্মতাগ, সাহস আর জীবনসংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিত্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তার জীবন সংগ্রাম চর্চা করা জরুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ