আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রজব, ১৪৪৭ হিজরি

নির্বাচনের পূর্বে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করে জননিরাপত্তা নিশ্চিতকরতে হবে– মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত দায়িত্বশীল সমাবেশ আজ মঙ্গলবার সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, এই শোকের মুহূর্তে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেত্রীকে হারাল। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভুমিকা সমগ্র দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে।

মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

আজ সকল ১০ টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন অত্যাবশ্যক। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা এবং সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীকে গ্রেফতার করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা থেকেই যাবে।

তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুর উল্লাহ, কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ