আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই রজব, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে স্বাস্থ্যকেন্দ্র

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক রাতের ব্যবধানে দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০১৭ সালে মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চিকিৎসাসেবার জন্য দাতব্য সংস্থা ‘ওবাট হেলপারস ইউএসএ’ এই কেন্দ্রটি ‘ওবাট হেলথ পোস্ট’ নামে চালু করে। বর্তমানে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় ও হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ-এর অর্থায়নে এটি পরিচালিত হচ্ছিল।

ওবাট হেলপারস বাংলাদেশের হেলথ কো-অর্ডিনেটর চিকিৎসক মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে গেছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এখান থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন।
স্থানীয়দের কাছে ‘মালয়েশিয়া হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, ‘এটি ছিল আমাদের চিকিৎসার অন্যতম ভরসা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, একটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে এবং তদন্ত শেষে আগুনের কারণ জানা যাবে।

এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি বসতঘর পুড়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ