
দেশচিন্তা ডেস্ক: ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর আয়োজিত ফুটন্ত ফুল নজরুল অলম্পিয়াড ২০২৫ উপলক্ষে ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের প্রস্তুতি সভা অলম্পিয়াড প্রস্তুতি কমিটি পরিচালক (রেজিষ্ট্রার) সায়মন রহমান সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফান, মুহাম্মদ শাহীন রেজা। আগামী ২৭ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য স্কুল মাদ্রাসার ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটন্ত ফুল নজরুল অলম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলম্পিয়াড’কে সফল করতে ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল নজরুল অলম্পিয়াড সদস্য মুহাম্মদ রাসেল, আহমদ রেজা চিশতি, শান্ত সরকার, মিজবাহ উদ্দিন ফাহিম।











