আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ ছাদেক হোসাইন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৬–২০২৮) প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ছাদেক হোসাইন।

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রাক্কালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উক্ত পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে।

নবনির্বাচিত প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন একজন তরুণ, শিক্ষিত ও সংগঠক হিসেবে ব্যবসায়ী মহলে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন এবং এর আগে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন,ব্যবসায়ী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা যেন কাজে প্রমাণ করতে পারি এটাই আমার অঙ্গীকার। সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করা ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে প্রচার সম্পাদক হিসেবে সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ