আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ে নিয়ে আলোচনার মধ্যেই ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারীতে বিয়ের প্রস্তুতি নিয়ে সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু নামে একজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নাজিরহাট ট্রেন স্টেশন এলাকার মুসা সওদাগরের বাড়িতে বিয়ের সামাজিক বৈঠক চলছিল। বৈঠকে বাবুর সঙ্গে বাকবিতণ্ডা হয় একই বাড়ির জসিমের। কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে।

পরে অতিরিক্ত রক্তক্ষরণে বাবু ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বৈঠকে থাকা বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু ও চাচাত ভাই ইমন তাকে উদ্ধার করতে গেলে জসিম তাদের হাতেও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুই জনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া। তিনি জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করে রেখেছে। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ