
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে ওমর ফারুক সুমন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের ঝোলানোর হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।
নিহত সুমন আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারকালে তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আর আমার কারও প্রতি কোনো অভিযোগও নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভাল হবে।’
এর আগে, গত ১ ডিসেম্বর (সোমবার) আরেকটি চিরকুটে লেখেন ‘আশাই জীবন আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।’
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।














