আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গণভোট আয়োজনসহ আটদলের ৫ দফা দাবি আদায়ে লালদিঘীর মহাসমাবেশ সফল করুন- মুহাম্মদ নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন
সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। শারীরিক অসুস্থতা যোগ্যতা অনুযায়ী সেবা দেয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। চট্টগ্রামবাসীসহ দেশবাসীর সুস্থতা কামনা করছি। ডেঙ্গু এবং চিকনগুনিয়ার কারণে অনেকেই কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন। এ বিষয়ে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার পাশি সিটি কর্পোরেশন, সিভিল সার্জন অফিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগকে আরো মজবুত করতে হবে। এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করে প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিকারমূলক ব্যবস্থা আরো জোরদার করতে হবে। রাজনীতির এ যুগ সন্ধিক্ষণে দল-মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় জাতি উদ্বিগ্ন। আল্লাহ্ জীবন-মৃত্যুর মালিক, শিফার একমাত্র মালিক। আমরা মহান মনিবের কাছেই দোয়া করছি। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের মারাত্মক অসুস্থতা থেকে কিছুটা উন্নতির দিকে। আল্লাহ্ ওনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করুন। গুলিবিদ্ধ চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক প্রিয় ভাই এরশাদ উল্লাহ সংকটমুক্ত হলেও পুরোপুরি সুস্থ হননি। আল্লাহ্ ওনাকেও পুরোপুরি সুস্থ করে দিন, আমিন।

আজ সকাল চট্টগ্রাম মহানগরীর জামায়াতের কার্যালয়ে মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত তিনটি গণভোটের মধ্যে দু’বার যথাক্রমে ১৯৭৭ ও ১৯৯১ সালে বিএনপির আমলেই হয়েছে এবং আলাদাভাবেই হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় গণভোটের মর্যাদা সর্বোচ্চে, এটাকে আলাদাভাবেই করতে হবে। গণভোটের মাধ্যমে আগে জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা করা এবং এর ভিত্তিতে জাতীয় সংসদ অনুষ্ঠানই যৌক্তিক, এর অন্যথা করার সুযোগ নেই। সর্বাগ্রে গণভোট আয়োজনসহ আন্দোলনরত ৮-দলের ৫ দফা গণ দাবি আদায়ে আগামী জুমা’বার লালদীঘির মহাসমাবেশে নগরবাসীসহ সকলকে উদাত্ত আহবান জানাচ্ছি।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ও মোহাম্মদ উল্লাহ, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম ৯ আসেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ নুর, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ