
দেশচিন্তা ডেস্ক: অদ্য ২৭ নভেম্বর সকাল ১১টায় বাকলিয়াস্থ কল্পলোক আবাসিক এলাকায় সানরাইজ গ্রামার স্কুল অডিটরিয়ামে ক্লাস পার্টি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন বেসরকারি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, পরিচালিকা শাহনাজ ইসলাম, শিক্ষক শামসুল আবেদীন, জান্নাতুল মাওয়া। প্রধান অতিথি বলেন, শিক্ষায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের সবার এ ধারাকে অক্ষুন্ন রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনযোগ সহকারে লেখাপড়া করবে। পিতা-মাতা, শিক্ষক, গুরুজনদের আদেশ উপদেশ মেনে চলবে। সর্বোপরি পড়ালেখার মাধ্যমে আলোকিত মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে হবে। প্রধান আলোচক বলেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে। উদ্বোধক বলেন, কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয়, আদর স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে একাডেমিক ও বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।















