আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের বিশেষ অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপানিরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল মিঠাপানির ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ইয়াবা পাচারের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন আবদুর রহিমের ছেলে আব্দুল্লাহ (২৭), ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম। দুজনেই টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা।

অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা, দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব।

আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ