আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অধ্যক্ষ হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন— স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনভাবেই টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উন্নয়ন মানে শুধু সড়ক, স্থাপনা বা অবকাঠামো নয়; বরং মানুষের জীবনমান উন্নত করাই রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি।তিনি বলেন বাংলাদেশ এখন অপার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে ।দাঁড়ি পাল্লায় ভোট দেয়ার মাধ্যমে সে সম্ভাবনা কাজে লাগাতে হবে ।আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে ধনী, গরীব সকলে আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে,দুর্নীতি, লুটপাট ও সকল সমাজবিরোধী কাজ কেউ চিন্তা ও করবে না।সে সমাজ ,দেশ প্রতিষ্ঠায় দল মত , ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কুসুমবাগে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পান, তবে তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ বিনিয়োগ পরিবেশ গড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সমাজে শিক্ষিত ও দক্ষ তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে; তাই তাদের উন্নয়নই রাষ্ট্রীয় পরিকল্পনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, উন্নয়নের জন্য প্রয়োজন সততা, বিচক্ষণতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধ। দুর্নীতি ও স্বজনপ্রীতি উন্নয়নের গতিকে ধীর করে দেয়। জনগণের স্বার্থই রাজনৈতিক নেতৃত্বের প্রথম দায়িত্ব—এই নীতিতে বিশ্বাসী হয়ে জামায়াত জনগণের অধিকার ও কল্যাণে কাজ করতে চায়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মহল্লা নেতা দেলোওয়ার হোসাইন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর মজলিসে শুরা সদস্য ও খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীরএবং ওয়ার্ড আমীর মাওলানা আবু রাশেদ।

এছাড়া কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা ,এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রতিনিধি ও এলাকাবাসী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উঠান বৈঠকে উন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিয়ে উপস্থিতদের আগ্রহ ও অংশগ্রহণ স্থানীয় এলাকায় ইতিবাচক রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ