আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : শারমীন এস মুরশিদ

দেশচিন্তা ডেস্ক: ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘নির্বাচন কমিশনকে সরকারের চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে চাইলে ইসিকে সর্বোচ্চ সক্ষমতা ও স্বচ্ছতার প্রমাণ দিতে হবে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ সংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরপর ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক প্রোগ্রামে যোগ দেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘জাতীয় নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলগুলোর আন্তরিকতা, পরস্পরকে সম্মান আর গণতান্ত্রিক চর্চা একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত। সরকার নির্বাচনকে ঘিরে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে। এখন প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ইতিবাচক উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ।

নারী ও শিশু নির্যাতন দমনে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নারী ও শিশুদের নিরাপত্তা। প্রতিটি অঞ্চলে জুলাই যোদ্ধা কমিটি, স্থানীয় কমিটি ও প্রশাসনের সমন্বয়ে কাজ জোরদার করা হবে। নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইন নয়, সচেতনতা দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা জানান, নারী ও শিশুবান্ধব সেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ে মনিটরিং আরো কঠোর করা হবে। সহিংসতার ঘটনা দ্রুত শনাক্ত, উদ্ধার ও আইনগত সহায়তা নিশ্চিত করতে নতুন করে কয়েকটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ