আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সাথে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দের একটি টীম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে উপহার স্বরূপ সাহিত্য তুলে দেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উক্ত টীমে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সহ জেলা নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পূনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে ডিসিকে অবহিত করেন। জেলা প্রশাসক নেতৃবৃন্দের কথা গুরুত্ব সহকারে শুনেন। প্রতিউত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের দলের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই।

উল্লেখ্য, তিনি গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে এই দায়িত্ব গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ