আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ কার্নিভাল—২০২৫ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে বর্ণিল সাংস্কৃতিক উৎসব ‘ইংলিশ কার্নিভাল—২০২৫’ উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ এবং এলামনাই সহ শিক্ষার্থীরা।

কার্নিভালের প্রধান আকর্ষণ ছিল ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘হ্যামলেট’। শিক্ষার্থীদের অভিনয়, উপস্থাপনা ও মঞ্চায়ন দর্শকদের মুগ্ধ করে। এর পাশাপাশি পরিবেশিত হয় নাচ, গান, কসপ্লে এবং হৃদয়ছোঁয়া আরেকটি নাটক ‘ভয়েসেস ফ্রম প্যালেস্টাইন’, যা দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। দর্শকে ভরপুর মাঠে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে অতিথি ও বিভাগীয় শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ