আজ : শনিবার ║ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের মেয়র ডাঃ শাহাদাতের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময়

দেশচিন্তা ডেস্ক: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) শনিবার (২১ নভেম্বর) লন্ডন অফিসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেনের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই সভাপতি রফিক এম হায়দার, এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজি।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর হক , সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম রহমান, ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, সাবেক সভাপতি এসবি ফারুকসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা।

মতবিনিময় সভায় মেয়র ড. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরে বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সভায় BBCCI চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। এই সহযোগিতার আওতায় চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করার ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে দুই পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে টেকসই বাণিজ্যিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ