
দেশচিন্তা ডেক্স, ২০ নভেম্বর: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রামের সাংবাদিক মহলে তার সুস্থতা কামনা করা হচ্ছে এবং চিকিৎসকেরা তার অবস্থা সতর্ক পর্যবেক্ষণে রেখেছেন।
পড়েছেনঃ ১৮












