
চিববাড়ী শাহ মজিদিয়া মাদ্রাসার সংবর্ধনা সভায় শাহজাহান চৌধুরী
সাতকানিয়া সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা আদর্শিক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করছি। আমাদের রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়; হতদরিদ্র, অসহায় ও নিরন্ন মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
বুধবার ১৯ নভেম্বর সকালে সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ী শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্ব ও সহকারী সুপার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সাদেক হোসাইন, ইউপি সদস্য মাহফুজুর রহমান ও জমির উদ্দিন।










