
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন সম্পন্ন করলে জনগণ আবার ফ্যাসিবাদে যাঁতাকলে পিষ্ট হবে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জনগণের আকাংখা পূরণ করুন।
তিনি আজ রবিবার সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে জেলা নায়েব আমীরদ্বয় যথাক্রমে অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমদুল হাসান, মুহাম্মদ নুরুল হোসাইন সহ কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, জুলাই শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের রক্তের সাথে বেঈমানি করে পুনরায় ফ্যাসিবাদ কায়েম হউক তা আমরা চাই না। জুলাই স্পিরিট ধারণ করতে না পারলে নির্বাচন ব্যর্থ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকারকে জনগণ ক্ষমা করবে না। তাই দেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। এখন দরকার জুলাই সনদের আইনগত ভিত্তি। ক্ষমতায় আসার আগে জুলাই সনদকে ধারণ করতে না পারলে নির্বাচনের পর এটি মূল্যহীন হবে। ক্ষমতার মোহে জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। তাই গণভোট দিয়ে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।










