আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দরিদ্র মানুষের উন্নয়নেই জাতীয় অগ্রগতি: অধ্যক্ষ হেলালী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন— একটি রাষ্ট্র সত্যিকার অর্থে তখনই উন্নত হয়, যখন তার দরিদ্র ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী উন্নয়নের সুযোগ পায়। অথচ দেশে উন্নয়নের সুবিধা অধিকাংশ সময় দলীয় স্বার্থে সীমাবদ্ধ থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এ বৈষম্যমূলক ধারা বদলে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় পাহাড়তলী ইমাম প্রশিক্ষণ ভোটকেন্দ্র এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণদের মানসম্মত শিক্ষায় সহায়তা, দক্ষতা বৃদ্ধির পরিবেশ তৈরি এবং নিরাপদ বিনিয়োগ কাঠামো গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তার মতে, প্রকৃত উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই হওয়া উচিত রাষ্ট্রের মূল লক্ষ্য।

অধ্যক্ষ হেলালী বলেন, দেশের বাস্তব উন্নয়ন তখনই নিশ্চিত হবে, যখন সুবিধাবঞ্চিত মানুষ ন্যায়বিচার, সুযোগ ও সামাজিক নিরাপত্তা পাবে। “ভোটে শুধু জয়ের জন্য নয়, মানুষের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই জামায়াত শক্তভাবে কাজ করবে,”—তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের মজলিশে শুরা সদস্য ও পাহাড়তলী থানা আমীর নুরুল আলম।

ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ প্রতিনিধিরা।

স্থানীয়দের প্রশ্ন, মতামত ও প্রত্যাশায় মুখর এই মতবিনিময় সভা উপস্থিত জনতার মাঝে উন্নয়ন ও ন্যায্যতার নতুন আশাবাদ সৃষ্টি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ