আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এমটিপি)’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র উদ্যোগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এমটিপি)’ শীর্ষক সেশন পরিচালনা করা হয়েছে। ১২ নভেম্বর ২০২৫, বুধবার, বেলা ৩.০০টায় এই সেশন প্রিমিয়ার ইউনিভার্সিটির সদ্য স্নাতক, প্রাক্তন শিক্ষার্থী ও শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচালনা করে সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) ও ইস্পাহানি সামিট অ্যালিয়েন্স টার্মিনালস লিমিটেড (আইএসএটিএল)। প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সভাপতিত্বে এই সেশনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বক্তা ছিলেন এসএপিএল-এর জেনারেল ম্যানেজার ও প্রধান (অপারেশনস) জনাব মো. মাহিনুল হক ও মানবসম্পদ বিভাগের প্রধান মিস রুমি সেনগুপ্ত। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির ১৯৮৯ সালে একটি ব্রিটিশ কোম্পানিতে তাঁর ক্যারিয়ার শুরু করার কথা বলেন এবং এই কোম্পানিতে তাঁর চাকরিজীবনের অভিজ্ঞতার বর্ণনা দেন। তিনি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম (এমটিপি)’-র প্রশংসা করে বলেন, কাজে আন্তরিক হলে এবং পরিশ্রম করলে অবশ্যই উপরে উঠা যায়।
জনাব মো. মহিনুল হক তাঁর বক্তব্যে বাংলাদেশের বন্দর ও লজিস্টিক খাতের কর্পোরেট ক্যারিয়ার, নেতৃত্ব বিকাশ এবং ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের গুরুত্ব ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে সেই সুযোগ-সুবিধা কীভাবে গ্রহণ করা যাবে ও কাজে লাগানো যাবে সেই ব্যাপারেও আলোকপাত করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্পোরেট জগতে তরুণ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা ও পেশাগত প্রশিক্ষণ অপরিহার্য। সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড বরাবরই তরুণ মেধাবীদের সক্ষমতা বিকাশে কাজ করে যাচ্ছে। ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষাজীবন থেকে কর্পোরেট জীবনে সফল রূপান্তর ঘটাতে সহায়তা করে। মিস রুমি সেনগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, লজিস্টিক ও বন্দর ব্যবস্থাপনা বাংলাদেশের অর্থনীতির একটি প্রাণকেন্দ্র। দক্ষ নেতৃত্ব ও পেশাদারিত্ব এই খাতকে আরও এগিয়ে নিতে পারে। ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের মাধ্যমে আমরা তরুণদের নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে কাজ করি, যাতে তারা ভবিষ্যতের কর্পোরেট নেতায় পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, কর্পোরেট সেক্টরে প্রবেশ করতে গেলে কেবল একাডেমিক জ্ঞান নয়, মানসিক প্রস্তুতি, দলগত কাজের দক্ষতা ও পেশাগত আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এমটিপি প্রোগ্রাম অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই দক্ষতাগুলো অর্জনে সহায়তা করে। তিনি লজিস্টিক ও কন্টেইনার ডিপো এই দুই সেক্টরে তরুণদের জায়গা করে নেওয়ার আহ্বান জানান।
ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম স্বাগত বক্তব্যে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে কাজ করে যাচ্ছে। আজকের এই সেশন শিক্ষার্থীদের কর্পোরেট দুনিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে এবং তাদের পেশাগত দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
সেশনে পরে প্রশ্নোত্তর পর্ব চলে, যেখানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বক্তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ‘ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে লোক নেওয়ার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিবরণ দেন।
আরও বক্তব্য রাখেন এসএপিএল-এর ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. তানভির ইমাম ও আইটি হেড শিমুল দে।
সেশন চলাকালে সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) ও ইস্পাহানি সামিট অ্যালিয়েন্স টার্মিনালস লিমিটেড (আইএসএটিএল)-এর পক্ষ থেকে উভয় প্রতিষ্ঠানের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদের জন্য উপস্থিত পূর্বোক্ত শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে সিভি সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস ও ডিএসডব্লিউ-এর কাউন্সিলর ফাইজা চৌধুরী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ