আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোয়াটসঅ্যাপে আসছে থার্ড–পার্টি চ্যাট সুবিধা

দেশচিন্তা ডেস্ক: মেটা ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই অ্যাপে যুক্ত হবে থার্ড–পার্টি চ্যাট ইন্টিগ্রেশন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর বাধ্যবাধকতা মেনেই এই পদক্ষেপ। ডিএমএ–এর নিয়ম অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্ম অন্যান্য সেবার সঙ্গে ইন্টারঅপারেবল করে তুলতে হবে। যাতে ব্যবহারকারীরা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে নির্বিঘ্নে বার্তা পাঠাতে পারেন।

মেটা জানিয়েছে, কয়েক মাস ধরে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে যে ফিচার চালানো হচ্ছিল। এখন তা বৃহত্তর পরিসরে উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। প্রথম ধাপে BirdyChat ও Haiket নামের দুটি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হবে। ফলে ইউরোপের ব্যবহারকারীরা এই অ্যাপগুলোর বন্ধুদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই বার্তা আদান–প্রদান করতে পারবেন।

এখনই টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও ফাইল শেয়ার করা যাবে। তবে থার্ড–পার্টি ব্যবহারকারীদের নিয়ে গ্রুপ চ্যাট তৈরির সুবিধা কিছুটা পরে চালু হবে। যখন অংশীদার অ্যাপগুলো প্রযুক্তিগতভাবে প্রস্তুত হবে।

মেটা জানিয়েছে, আগামী কয়েক মাসে ইউরোপ অঞ্চলের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের “সেটিংস”–এ একটি নোটিফিকেশন পাবেন। সেখানে থার্ড–পার্টি চ্যাট চালু করার প্রক্রিয়া ব্যাখ্যা করা থাকবে। চাইলে ব্যবহারকারীরা পরে এই ফিচার বন্ধও করতে পারবেন।

তবে একটি সীমাবদ্ধতা আছে। থার্ড–পার্টি ইন্টিগ্রেশন শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস–এ কাজ করবে। ডেস্কটপ, ওয়েব বা ট্যাবলেট সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে না।

নিরাপত্তার বিষয়টি নিয়েও মেটা সচেতন। প্রতিষ্ঠানটি বলছে, যে কোনো থার্ড–পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের সমতুল্য এন্ড–টু–এন্ড এনক্রিপশন মানতে হবে। পাশাপাশি যাতে ব্যবহারকারীরা স্পষ্টভাবে বুঝতে পারেন কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট এবং কোনটি থার্ড–পার্টি থেকে এসেছে। সে ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরেই মেটা দেখিয়েছিল নতুন এই চ্যাট সুবিধাটি দেখতে কেমন হবে। ব্যবহারকারীরা চাইলে থার্ড–পার্টি মেসেজের জন্য আলাদা একটি ফোল্ডার রাখতে পারবেন। অথবা সব বার্তা এক ইনবক্সে একসঙ্গে রাখার অপশনও পাবেন। নতুন কোনো অ্যাপ যুক্ত হলে হোয়াটসঅ্যাপ তাদের নোটিফিকেশন পাঠাবে।

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট মেনে প্রযুক্তি বিশ্বে যে পরিবর্তন আসছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সেই রূপান্তরেরই বড় উদাহরণ। আর ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে আরও উন্মুক্ত ও সুবিধাজনক যোগাযোগ অভিজ্ঞতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ