আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাউছার হোসেন (১১)। নোয়াখালীর হাতিয়ায় দুলাল মিয়ার ছেলে ফখরুল ইসলাম। মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে কাউছার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতরা মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এ সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা ছাত্রদের ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই ফখরুল ও কাউছার মারা যায়। পরে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ