আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে নবাগত শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (৯-১৩ নভেম্বর) “Foundation Training Program For Professional Development” শীর্ষক প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন। এজন্য আপনারা আপনাদের দায়িত্বের প্রতি সচেতন থাকবেন। আপনারা তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের অধ্যবসায়, ধৈর্য ও পরিশ্রম কাজে লাগিয়ে গবেষণায়, একাডেমিক ও প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবেন। উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, ৫ দিনের প্রশিক্ষণে যা শিখলেন সেটি কাজে লাগাবেন। এখানে জাস্ট কিছু আইডিয়া পেলেন, এরপর বাকি পথচলা আপনাকেই শুরু করতে হবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক ও এ প্রশিক্ষণের একজন ট্রেইনার প্রফেসর রোকন উদ্দিন ফারুকী। সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকরা নিজেদের মতামত, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন ও ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষক অংশ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ