আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাউদার্ন ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে, ইউথ পলিসি ফোরাম এবং রাইট হিয়ার রাইট নাউ এর সহযোগিতায় দিনব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ও ক্যাম্পেইন সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘শোনো’ সংগঠনের সহ—প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিলিন আহমেদ মুনা। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ এবং শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

মেরিলিন আহমেদ মুনা তাঁর বক্তব্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক ভারসাম্য বজায় রাখার পদ্ধতি এবং আত্মসচেতনতার মাধ্যমে ইতিবাচক মানসিকতা গঠনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার পাশাপাশি অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন ইন্টার‌্যাক্টিভ গেমস, কুইজ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানা দিক সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন করা হয়। এসব গেমস ও কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং মানসিক ভারসাম্য রক্ষায় তাদের উদ্বুদ্ধ করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ