
দেশচিন্তা ডেস্ক: আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই। সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই।
বুধবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এটা আইনশৃঙ্খলার বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে, সেটাই প্রত্যাশা। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই—তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনি রেসের বাইরে, তাদের কার্যক্রমও নিষিদ্ধ। তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে, নির্বাচন নিয়ে কোনো উৎকণ্ঠাও নেই। আওয়ামী লীগ ছাড়াও কেউ সহিংসতা ঘটাতে পারে—তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও কঠোর অবস্থান নিতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অগ্রগতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া ও সামগ্রিক অগ্রগতি নিয়ে। এখন পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়েছে বলে আমরা মনে করি।’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনা ও ঐকমত্যের পর জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এরপরও যদি নতুন কিছু তোলা হয়, তা বোধগম্য নয়।’
তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের সময়সূচি অনুযায়ী ভোট আয়োজনের বিষয়ে সহায়তা অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কারণ নেই।













