
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র চকবাজারে উৎসবমুখর পরিবেশে গতকাল রাত ৯ টায় চকবাজার সাদিয়ে’স কিচেন হল রুমে অনুষ্ঠিত হয়েছে চকবাজার কলেজ রোড ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ (IBWF)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার বৃহত্তর ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আসাদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সিবিএফ-এর সভাপতি শাহজাহান মহিউদ্দিন, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, চজবাজার থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, এবং চকবাজার থানা সমাজসেবা সম্পাদক ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. এ কে এম ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের ঐক্যই এলাকার উন্নয়ন ও সমাজকল্যাণের মূল শক্তি। ব্যবসা শুধু মুনাফার নয়, মানুষের সেবা ও সমাজ উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে জাতি উপকৃত হবে।
তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস বাড়াতে হবে। সন্ত্রাসী চাঁদাবাজিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত অভিষেক অনুষ্ঠানে চকবাজার কলেজ রোড় ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা করেন চকবাজার বৃহত্তর কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। তিনি চকবাজার কলেজ রোড় ব্যবসায়ী সমিতির নতুন কমিটির আহবায়ক মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম আহবায়ক মিনহাজুর ইসলাম চৌধুরী রানা, সদস্য সচিব নাজমুল হায়দার সহ ৪১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
উক্ত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল কালাম আজাদ,
মোঃ হাবিবুল্লাহ, মিনহাজুল ইসলাম চৌধুরী রানা, মুহাম্মদ নাজমুল হায়দার, আনোয়ার হোছাইন, ইসমাইল হোসেন, ইদ্রিস মামুন, মোঃ জায়েদ তালুকদার, মোঃ ফখরুদ্দীন, আজমাইন আতিফ, মোঃ ইমরান প্রমুখ










