আজ : শুক্রবার ║ ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফে ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ক্যাম্প ছেড়ে বাইরে ঘোরাঘুরি করার সময় শিশু ও নারীসহ ১০৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাদের নিজ নিজ শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটককৃতদের মধ্যে ৬১ জন পুরুষ, ২৮ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের বাইরে অবাধে আনাগোনা বেড়েছে। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে সংঘটিত নানা অপরাধে জড়িয়ে পড়েছে বলে বিজিবির কাছে তথ্য আছে। এতে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এই পরিপ্রেক্ষিতে বিজিবি টেকনাফের বিভিন্ন তল্লাশি চৌকিতে তৎপরতা বৃদ্ধি করে।

তিনি আরও বলেন, ‘বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া বাইরে যাতায়াতের সময় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ১০৭ জন রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়।’

বিজিবির এ কর্মকর্তা জানান, ‘হেফাজতে নেওয়া রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তারা টেকনাফসহ বিভিন্ন এলাকায় ক্যাম্পের বাইরে অবস্থানকারী আত্মীয়দের কাছে বেড়াতে যাওয়াসহ নানা কাজে যাতায়াত করছিল।’ পরে হেফাজতে নেওয়া রোহিঙ্গাদের কাছ থেকে অঙ্গীকারনামা (মুচলেকা) নিয়ে স্ব স্ব ক্যাম্পের মাঝির জিম্মায় ফেরত পাঠানো হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ