
দেশচিন্তা ডেস্ক: ঢাকায় আয়োজিত ডিআরএমসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় চ্যাম্পিয়ন দল ট্রফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিইউডিএস-এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চ্যাম্পিয়ন দলের বিতার্কিক আরাফাত হোসেন ও অর্ণব মিত্রসহ সংগঠনের কয়েকজন সদস্য। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার দলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম বিশেষ করে বিতর্কচর্চায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাম বাড়াতে পারে এবং আরও বড় সাফল্য অর্জন করতে পারে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা বাংলা বিতর্ক অঙ্গনের অটঝঞজঅখ পদ্ধতিতে আয়োজিত প্রথম বিতর্ক প্রতিযোগিতা, যাতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে সিইউডিএস দলের সদস্য তানজীম আহমেদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।